ফতুল্লায় আইএফএস টেক্সওয়্যার গার্মেন্টসে আগুন, আহত-১৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার কুতুবপুর এলাকায় আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেড গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জন গার্মেন্ট শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে আগত আহত শ্রমিকরা জানান, ৩০ জুন রবিবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটে প্রথমে গার্মেন্টে মজুতকৃত ফেব্রিক্সে কোনোভাবে আগুন লেগে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পরে। অতিরিক্ত ধোঁয়ার কারণে অনেক শ্রমিক ভিতরেই অজ্ঞান হয়ে পরেন।

আহত গার্মেন্টস শ্রমিকরা হলেন, মজিবর, দীপক, খলিলুর রহমান, আরিফ, আজিজুল, আরিফ রহমান, সোহেল, তৌহিদুল, শাহীন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত