আগামীতে মা-বোনদের নিয়ে আরো বড় জামাত করব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের নারীদের আক্ষেপের মুখে পরে আগামী ঈদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থাসহ ওসমান আলী পৌর স্টেডিয়ামসহ আরো বড় আকারের ঈদ যামাত আয়োজনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।বুধবার (৫ জুন) সকালে শহরের ইসদাইরে একেএম শামসুজ্জোহা স্টেডিয়াম ও কেন্দ্রীয় ঈদগাহের সমন্বয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বৃহত্তর ঈদ জামাতপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন৷

তিনি বলেন, এই শামসুজ্জোহা স্টেডিয়াম, ঈদগাহ, মেইন রোডসহ পুরাটা স্টিল স্ট্রাকচার দেয়া৷ বাংলাদেশের কোথাও এমনটা হয় নাই৷ কালকে মা-বোনরা এসে বললো, আমরা কী দোষ করলাম৷ মক্কা, মদিনা, বায়তুল মোকাররমে পারে তাহলে আমরা কেন জামাত পড়তে পারি না? হুজুররা যদি সহিহ বলেন তাহলে আগামীবার ওসমানী স্টেডিয়াম নিয়া মা-বোনদের সাথে নিয়ে আরো বড় ঈদ জামাতের ব্যবস্থা করা হবে৷ একটা সময় দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর ঈদ জামাত হবে এটা৷

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি একটা সুন্দর আয়োজন করার৷ এজন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছে৷ অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন৷ আমরা জেনেছিলাম আজকে ঈদ না কিন্তু রাত সাড়ে এগারোটায় জানতে পারি আজকের ঈদের কথা৷ আমাদের শ্রমিকরা সব চলে গিয়েছিল৷ পরে আমাদের দলের কর্মীরা, এলাকার ছেলেরা মিলে এই আয়োজন সম্পন্ন করার জন্য রাত জেগে কাজ করেছে৷ তবুও কোন ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন৷

add-content

আরও খবর

পঠিত