সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ২য় ধাপে স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের শিল্পাঞ্চল বলে খ্যাত পিরোজপুর ইউনিয়নের ২য় ধাপের স্মার্টকার্ড বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউনিয়নের ৪নং ও ৫ নং ওয়ার্ডের ভোটারগণ ।

শনিবার (১৮ই মে) সকাল সাড়ে ৮টা থেকে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় ধাপের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় । সকালে থেকেই ৪নং ও ৫নং ওয়ার্ডের ভোটারগণকে বিভিন্ন এলাকা থেকে উৎসবের আনন্দে বিতরণ কেন্দ্রের দিকে আসতে দেখায় যায়। ৪টি বুথ করে দেয়া হয় স্মার্ট কার্ড এতে ছিল ২ টি মহিলা ও ২টি পুরুষদের জন্য সংরক্ষিত ।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক সহযোগিতায় করা হয় স্কুল মাঠে একটি বিশাল ছাউনী যাতে করে দূর-দূরান্ত থেকে আসা ভোটারগন কোনো রকম অসুবিধায় না পরে।

প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রটি ছিল উৎসবমুখর। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাদের কাংখিত স্মার্ট কার্ডটি জন্য। সবার মনে প্রশ্ন ছিল কেমন হবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন আমাদের স্মার্ট কার্ডটি?।

ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম পর্যবেক্ষনকালে বলেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের কষ্ট হওক এমন কোনো কাজ আমি করিনি আর করবো না তাই আমি আপনাদের অনুরোধে বিতরণ কেন্দ্রটি মেঘনা স্কুল থেকে এই পিরোজপুর স্কুলে নিয়ে আসছি আপনাদের সুবিধার্থে। এসময় ভোটারগন চেয়ারম্যানকে বাহবা দিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

বিতরণ কেন্দ্রের কার্য সুষ্ঠভাবে পরিচালনার জন্য সহযোগিতা করেন ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুজ্জামান নুরু ও মহিলা মেম্বার মোসাঃসালমা বেগম, আমির হোসেন আমু, সাংবাদিক ফারুক হাসান, ফিরোজ মোল্লা, পনির মোল্লা, সাংবাদিক মোক্তার মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, রুবেল খান, জহির বাদশা, শাহিন, রাহিম, মোক্তার হোসেন, সহ অত্র গ্রামের সেচ্ছাসেবীসহ এলাকার মুরব্বীগণ।

add-content

আরও খবর

পঠিত