ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় প্যারাডাইজ ক্যাবলের শ্রমিকরা ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমার্কেট এলাকায়  সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

আন্দোলনে শ্রমিকদের নেতৃত্ব দেওয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু জানান, ফতুল্লার কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী-পুরুষ মিলিয়ে চারশ শ্রমিক চলতি মাসসহ ৫ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এবিষয়ে মালিকপক্ষ নানাভাবে সময়ক্ষেপণ করে বেতন দিচ্ছে না। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দ্রুত বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর আন্দোলন করা হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যতোক্ষণ সড়ক অবরোধ ছিলো তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত