নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের মিতু আক্তার নামে এক গৃহবধু নিখোঁজ হওয়ার ২ মাস পর ময়মনসিংহ ত্রিশাল থেকে তার লাশ শনাক্ত করেছে মিতুর স্বজনরা। মিতুর লাশ উদ্ধারের পর ত্রিশাল থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করেন।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মাহমুদ হোসেন জানান, ২৫ ফেব্রুয়ারী সোমবার ভোরে ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের কামারিয়াকুল দক্ষিণপাড়া রেললাইনের পাশের ডোবায় অজ্ঞাত যুবতীর লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
ত্রিশাল সার্কেল এর সহকারী পুলিশ সুপার, ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।এ সময় যুবতীর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
লাশ ময়নাতদন্তের পর কোনো পরিচয় না পাওয়ায় তাকে দাফন করে দেওয়া হয় এবং অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিখোঁজ মিতুর ছবি দেখে পরিচয় নিশ্চিত হয়ে সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে মিতুর পরিবারকে খবর পাঠানো হয়।পরে মিতুর স্বামী বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়।
মিতুর স্বামী বলেন, সোনারগাঁ পৌরসভার লাহাপাড়ার বাসা থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাবে বলে গত ২৪ ফেব্রুয়ারী মিতু আক্তার বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
মিতু আক্তার সোনারগাঁ পৌরসভা লাহাপাড়া গ্রামের ওহাবের ছেলে বেলায়েতের স্ত্রী এবং বৈদ্যেরবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে। তার বার্সাত নামের ৭ বছরের একটি মেয়ে ও রাতুল নামের ১৫ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।