নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পারভেজ (২৫) নামে এক গার্মেন্টকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উত্তর চাষাঢ়া এলাকায় মফিজুল ইসলামের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ ওই বাড়ির শুক্কুর আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) আজিজুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে পারভেজের সঙ্গে তার স্ত্রী নাজমার মান-অভিমান চলে আসছিলো। মঙ্গলবারও অভিমানে পারভেজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
এরমধ্যে পারভেজের মা শিরিনা বেগম দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ময়নাতদন্ত রির্পোটের পর মৃত্যুর কারণ আরো স্পষ্ট হওয়া যাবে।