নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী বাস চাপা দেয় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌ জয়াকে। গুরুত্বর আহত জয়া চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার (৬ এপ্রিল) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চত করেছেন জয়ার পরিবার।
জয়া মোগরাপাড়া সরকারী এইচজিজিএস স্মৃতি বিদ্যাতয়নের নবম শ্রেণির ছাত্রী। সে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী গ্রামের দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।
জয়ার স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এটা কোন সড়ক দূর্ঘটনা নয়। এটা একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হওয়ার উচিত।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘাতক বাসটি সনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, সোনারগাঁয়ের ফুলবাড়িয়া এলাকায় গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকা থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের দ্রুতগামী একটি বাস জয়াকে বহনকারী রিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জয়া ও রিক্সা চালক আহত হয়। রিক্সা চালক বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।