নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের মাহমুদা আক্তার ফেন্সী ও টিউবওয়েল প্রতীকের বাবুল ওমর বাবু।
৩১ মার্চ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৭৩ হাজার ৩৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ৪৫ হাজার ৬৫৯ ভোট। মোশারফ হোসেন ২৭ হাজার ৩৭৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার ফেন্সী পেয়েছেন ২৪ হাজার ৩৭৮ ভোট এবং তার নিকটকম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীকের নাসিমা আক্তার পেয়েছেন ১৯ হাজার ২১৪ ভোট। মাহমুদা আক্তার ফেন্সী ৫ হাজার ১৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবু পেয়েছেন ৩৫ হাজার ৬৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আবু নাইম ইকবাল পেয়েছেন ২২ হাজার ৯০৯ ভোট। বাবু ওমর ১২ হাজার ৭৩১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।