নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের জনসভা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ২৭ মার্চ বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় মোশারফ হোসেনের নির্বাচনী জনসভা বন্ধ করে দিয়ে স্টেজ ও পেন্ডেল গুঁড়িয়ে দেন এবং সকল নেতাকর্মীদের দ্রæত স্থান ত্যাগের নির্দেশ দেন।
জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার আমিনপুর পৌরসভায় জিআর ইন্সটিটিউটের সামনে ব্যস্ততম রাস্তার পাশে প্রশাসনের অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ওই জনসভা বন্ধ করে দিয়ে সেখান থেকে স্টেজ ও পেন্ডেল গুঁড়িয়ে দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কাউকে জনসভা করতে দেওয়া হবে না। পথসভা বা গনসংযোগ করতে হলে অবশ্যই স্থানীয় ইউএনও সহ থানা পুলিশকে জানিয়ে করতে হবে। জনসভা করতে হলে নির্বাচনী নীতিমালা অনুযায়ী অবশ্যই জেলা প্রশাসক এবং যথাযথ প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে। এই জনসভাবেশটি কোন অনুমতি ছাড়া করার কারণে আমরা বন্ধ করে দিয়েছি এবং শেষ বারের মতো তাদের আলটিমেটাম দেয়া হয়েছে। যদি আরও কোন জামেল সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, মোশারফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন এলাকায় তার লোকজনেরা বিরোধী প্রার্থীর লোকদের উপর হামলা চালিয়েছে। আমরা প্রশাসনিকভাবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
জনসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সাবেক এমপি কায়সার হাসনাত, সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা, আওয়ামীলীগের কেন্দ্রয়ি উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।