সোনারগাঁয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে ইভটিজিংয়ের অভিযোগে সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ১৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই)  আবুল কালাম আজাদ জানান, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় সাব্বির নামে এক বখাটেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদন্ড দেন। সাব্বির হোসেন উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন গ্রামের মিনার হোসেনের ছেলে।

add-content

আরও খবর

পঠিত