ভূঁইয়া একাডেমীর বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখীতে প্রাক্তন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ড. ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া এর মালিকানাধীন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নয়নাভিরাম দৃশ্যে ভরা ও নিরাপত্তার চাদরে বেষ্টিত সুবিশাল আয়তন নিয়ে গড়ে তোলা সামারা ভিলেজে নানান আয়োজনের মধ্য দিয়ে ব্যারিস্টার তৈরীতে এক অনন্য প্রতিষ্ঠান ভূঁইয়া একাডেমীর এবছরের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) উক্ত বনভোজনে ভূঁইয়া একাডেমীর অধ্যক্ষ ড. ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া, প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা সহ বিভিন্ন অতিথিরা অংশগ্রহণ করেন। পিঠাপুলী পরিবেশনের মধ্য দিয়ে সকালের কার্যক্রম শুরু হয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় তার সফল পরিসমাপ্তি ঘটে। ড. ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া এর বলিষ্ঠ নেতৃত্বে ও সঠিক পরিচালনায় ভূঁইয়া একাডেমী ১৯৮৯ সালে রাজধানী ঢাকায় প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে আইন পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে জানা গেছে। অত্র একাডেমী থেকে প্রায় ৪৫০ জন এলএলবি ডিগ্রীধারী পরবর্তীতে ব্যারিস্টার হবার গৌরব অর্জন করেছে বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত