বিরোধী দল সমালোচনা করতে পারবে, বাধা দেব না : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : একাদশ জাতীয় সংসদকে প্রাণবন্ত করতে বিরোধী দলকে কথা বলতে দেওয়ার দাবি ওঠার পর এক্ষেত্রে নিজের অবস্থান থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। দেশে যে উন্নয়ন যাত্রা শুরু হয়েছে এই উন্নয়নের ধারা বজায় রেখে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জঙ্গি, মাদক, দুর্নীতিমুক্ত ও একটি উন্নত-সমৃদ্ধ দেশ যেন গড়ে ওঠে এবং দেশের মানুষের জীবনে যেন শান্তি-নিরাপত্তা নিশ্চিত হয় সেটাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, অতীতে একটা চমৎকার পরিবেশে সংসদ পরিচালিত হয়েছিল বলেই আমরা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম। আবার আমরা যেহেতু সংসদে নির্বাচিত হয়ে এসেছি অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য। আমার দৃঢ় বিশ্বাস আছে।

বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, সংসদে সরকারি দলের সদস্য সংখ্যা আড়াইশ এর বেশি। সেই তুলনায় আমাদের সদস্য সংখ্যা কম। কিন্তু আমরা মনে করি, এটা কখনোই সংসদ প্রাণবন্ত করার ক্ষেত্রে বাধা হবে না।

add-content

আরও খবর

পঠিত