নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) পিরোজপুর ইউনিয়ন ও ঐক্য ফোরামের উদ্যোগে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ের শান্তিপ্রিয় মানুষ অনেক আশা নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছে। আমি তাদের সেই আশা আকাঙ্খার বাস্তবায়ন করবো। আমার প্রথম টার্গেট হলো সোনারগাঁকে মাদক মুক্ত করা। কারণ যত উন্নয়নই করি না কেন আমাদের সন্তানরা যদি মাদকের নেশায় ধ্বংস হয়ে যায় তাহলে ওই উন্নয়ন কোন কাজে আসবে না। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও ভূমিদস্যুতা সহ যাবতীয় অন্যায় কাজের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে। অন্যায়ের সাথে আমার আপনজনরা জড়িত থাকলে তারাও ছাড় পাবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাংসদ লিয়াকত হোসেন খোকা এর সহধর্মিনী ও জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুল রউফ, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, পিরোজপুর ইউপি সদস্য নুরুজ্জামান নুরু, কবির হোসেন, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান শামসু, শাহাবুদ্দিন, আজিজুল ইসলাম, তাজুল ইসলাম, মিন্টু, শামীম প্রমূখ।