জ‌য়ের বার্তা দি‌লেন শেখ হা‌সিনা!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের মাত্র তিন দিন আগে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমণ্ডির সুধাসদনে নেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) আনন্দবাজার তাদের প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোটের তিনদিন আগের উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোশ মেজাজে, নিশ্চিন্তভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, আওয়ামী লীগ ফের জিতছে। তিনি বলেন, দেশের জনগণের ওপর আমার বিপুল আস্থা আছে। তারা আমাদের সঙ্গে রয়েছে। এবার জনগনের ভোটেই আমরা নির্বাচিত হব।

এতটা নিশ্চিত কীভাবে হচ্ছেন? -আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে প্রায় ৬০০ স্কুল পোড়ানো হয়েছিল। প্রিসাইডিং অফিসারসহ অনেক নাগরিককে হত্যার স্মৃতিও মুছে যায়নি। রাস্তা কেটে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছিল। এ সবের কারণে জনগণই রুখে দাঁড়িয়েছিল, ভোট দিয়েছিল। সেই জনগণ এবারও আমাদের ভোট দেবেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্র তুলে ধরেন। এজন্য জনসমর্থনহীন বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা।

নির্বাচনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের প্রসঙ্গে একটু বিরক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি বলেন, ওরা নালিশ করা, বিভ্রান্তি ছড়ানো ও মিথ্যা বলায় ভীষণ পারদর্শী।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে যারাই মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাদেরকেই প্রার্থী করেছে বিএনপি। কিন্তু তাদের মধ্য থেকে একজন দলীয় প্রতীক পাওয়ায় বাকিরা মিলে সংঘাতে জাড়িয়েছে। তারা প্রবীণ ও জেতার মতো নেতাদের মনোনয়ন দেয়নি। তাই মনোনয়ন বঞ্চিতদের দ্বারা আক্রান্ত হচ্ছে।

নির্বাচনী সহিংসতার বিষয়ে তিনি বলেন, সম্প্রতি কয়েক জন নেতাকর্মী খুনের ঘটনা ঘটেছে। নির্বাচন শেষ হবার পর সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের তরুণ সমাজ আওয়ামী লীগের প্রতি ব্যাপক উৎসাহী উল্লেখ করে শেখ হাসিনা আনন্দবাজারকে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল। কিন্তু নতুন প্রজন্ম সত্যকে জানতে চায়। এখন খুব সহজেই ইন্টারনেটে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা যাচ্ছে। এজন্য আওয়ামী লীগের প্রতি যুবকদের মতামত পাল্টেছে।

নির্বাচনী জনসভার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে ভালবাসা দেখেছি। তারা অন্তর থেকে চায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। কারণ জনগণ জানে, আওয়ামী লীগের মাধ্যমেই তাদের ভাগ্য পরিবর্তিত হবে।

add-content

আরও খবর

পঠিত