শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নির্বাচনী প্রচারণা চালাতে এখন সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন তিনি। এরপর আরো দুই পীরের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সিলেট সার্কিট হাউজে বিশ্রামের পর দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

দলীয় সভাপতির সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভোটের মাঠে পুরো সিলেট বিভাগের আওয়ামী লীগ প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত