আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :  আজ ২১ নভেম্বর বুধবার বাংলা আরবি মাসে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)। প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহম্মদ (স)। আবার এই দিনেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি। হজরত মুহম্মদ (স)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) বিশ্ববাসী বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন।

একাত্ববাদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ শ্রেষ্ঠ মানব। পৃথিবীতে তার আগমন ঘটেছিল -সিরাজাম মুনিরা- তথা আলোকোজ্জ্বল প্রদীপ রূপে। তিনি শান্তির ধর্ম ইসলামের প্রচার করেছেন। জাহেলিয়াতের অন্ধকার সরিয়ে প্রতিষ্ঠা করেছেন সত্য, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজব্যবস্থা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বুধবার দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষিত হয়েছে। দেশের সব বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোয় হজরত মুহম্মদ (স)-এর জীবনীর ওপর আলোচনাসভা ও দোয়া মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির গুরুত্ব তুলে ধরে সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। শিশু একাডেমি শিশুদের জন্য আয়োজন করবে বিশেষ অনুষ্ঠানের। এ ছাড়া বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (স) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর-২০১৮ পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর চত্বরে ক্যালিগ্রাফি, মহানবী (স)-এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এর পাশাপাশি জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপ্রতি তার বাণীতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তার ওপর অবতীর্ণ করে জগতে তাওহিদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেন। নানা প্রতিকূলতার পরও অসীম ধৈর্য, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে তিনি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় সফল হন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বিশ্বনবী হজরত মুহম্মদ (স)-এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষে আমি মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্য ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

add-content

আরও খবর

পঠিত