নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ সোমবার ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।
ষষ্ঠীতে দেবী বোধনের পর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে দেবী দূর্গা অধিষ্ঠান হবে মন্ডপে। টানা তিন দিন পূজার পর দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের সর্বজনীন এ উৎসবের।
পৌরাণিক শাস্ত্র মতে, দেবকুল মাঘ থেকে আষাঢ় এ ছয়মাস উত্তরায়ন যা দিন, আর শ্রাবণ থেকে পৌষ- এ ছয়মাস দক্ষিণায়ন যা রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দূর্গা পূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন এ শারদীয় দূর্গা পূজা বাঙালির জীবনে সার্বজনীন উৎসবের রূপ নেয় ।
এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে আসছেন দেবী দূর্গা। আর গমন করবেন দোলায় চড়ে। দেবীর আসা যাওয়ার এ বাহনের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে।
ষষ্ঠী তিথীতে, বোধনের পর দেবী দূর্গার আমন্ত্রণ ও অধিবাস। পরদিন সপ্তমীতে নবপত্রিকায় প্রবেশের মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে মূল পূজা শুরু হবে।
অষ্টমীতে হবে কুমারী পূজা। আর অষ্টমী ও নবমী তিথীর সংযোগ ক্ষণে হবে সন্ধি পূজা ও আরতি। নবমীতে বলিদান ও যজ্ঞ। আর দশমী দেবী বিসর্জনর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।
এ বছর সদর উপজেলায় ৫৬ টি, ফতুল্লায় ২০টি, বন্দরে ২৫টি, সোনারগাঁয়ে ২৫টি, আড়াইহাজারে ২৮ টি এবং সিদ্ধিরগঞ্জে ৭টিসহ মোট ১৬১ টি মন্ডপে দূর্গা পূজা হচ্ছে।