ঈশাখাঁ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম ডি অনিক ) : মেধাবী আগামী প্রজন্ম গড়ার লক্ষ্যে ২০০৮ সালে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন অন্তর্গত নয়াপুর এলাকার সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডা. আব্দুল মান্নান ঈশাখাঁ ইন্টারন্যাশনাল স্কুলটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং স্কুল পরিচালনা কমিটি ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টায় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল স্কুল সারা সোনারগাঁ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর)  সকাল ১১টায় ঈশাখাঁ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারবদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আনোয়ার হোসেন, মাইটিভির সিনিয়র সম্পাদক মামুন মোল্লা, বিজয় টিভির প্রতিনিধি এম ডি অনিক, সাদীপুর ইউপি যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ডা. নিজামুল হক, নিয়াজুর রহমান, আসাদুর রহমান, শামসুর রহমান শুভ, মো. হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও সকল কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। পরবর্তিতে মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ বলেন, লেখাপড়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা যেনো কোন ভাবেই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সন্ত্রাসী কোন কর্মকান্ডে জড়িত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

add-content

আরও খবর

পঠিত