নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারে ৫ জনকে পিটিয়ে বাড়ী ঘর ব্যাপক ভাংচুরসহ নগদ ১ লাখ টাকা ও স্বার্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে আহত হোসেন মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ ওই রাতেই নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পিন্টু (৩২)কে আটক করেছে। হামলাকারী পিন্টু একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে একই এলাকার মৃত ছাবেদ আলী মিয়ার ছেলে আহাম্মদ আলী সাথে র্দীঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল।
এর ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ আহাম্মদ আলী ও তার ২ সন্ত্রাসী ছেলে কাউছার ও রাসেল একই এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে মোহাম্মদ,মৃত মোহর আলী ২ ছেলে মিজান ও বাবু এবং আনোয়ার মিয়ার ছেলে পিন্টু ও টিক্কা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হোসেন মিয়ার বাড়িতে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা ক্ষিপ্ত হয়ে হোসেন মিয়া ও তার স্ত্রী শিউলী বেগম, ভাই হানিফ, বোন রেনু বেগম ও শ্যালক সজিবকে বেদম পিটিয়ে জখম করে। হামলাকারিরা তান্ডব নিলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধনসহ ঘর থেকে নগদ ১ লাখ টাকা ও ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পুলিশ হামলাকারী পিন্টুকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে।