বন্দরে ঐতিহ্যবাহী শাহী মসজিদের আশ পাশে আবর্জনার স্তুপ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্যানেটারী ইন্সপেক্টরের উদাসীনতার কারণে ময়লা-আবর্জনায়  সয়লাব হয়ে আছে ৫শ বছরের পুরণো ঐতিহ্যবাহী বন্দর শাহী মসজিদের আশ পাশের অঞ্চল। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলমান থাকায় বন্দর শাহী মসজিদ ও সংলগ্নবর্তী এলাকাগুলো ক্রমেই যেন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এ কারণে এ সকল এলাকার বাসিন্দাদেরকে প্রতিনিয়তই নানা প্রকার রোগে আক্রান্ত হয়ে বছরের পর বছর ভুগতে হচ্ছে।

এলাকাবাসী বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অবহিত করার পরও অদ্যাবধি কোন প্রতিকার মিলছেনা। নাম প্রকাশ না করার শর্তে বন্দর শাহী মসজিদ এলাকার বাসিন্দা জানান, বন্দর শাহী মসজিদ একটি প্রাচীণতম ইতিহাসের সাক্ষী। ৫শত বছর আগে মোঘল সম্রাজ্যের আমলে এটি নির্মাণ হয়। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা এ সকল পুরণো কীর্তি সরকারি-বেসরকারিভাবে রক্ষণা বেক্ষণ করা হলেও বন্দরে এসব কীর্তিগুলো যেন অযতœ-অবহেলায় পড়ে রয়েছে। না বললেই বন্দর শাহী মসজিদটি কেবল অযত্ম-অবহেলায় পড়েই নেই এটির খালের পাশ জুড়ে যেন আবর্জনার পাহাড় গড়ে তোলা হয়েছে।

বিষয়টি নিয়ে প্রত্মতত্ম বিভাগেরও কোন গুরুত্ব পরিলক্ষিত হচ্ছেনা। অন্যদিকে ময়লা-আবর্জণা অপসারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্রুক্ষেপ না থাকায় আবর্জণার নগরীতে পরিণত হয়েছে বন্দর শাহী মসজিদ।

add-content

আরও খবর

পঠিত