বন্দরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপন আদায়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে মুক্তিপন আদায় করে দূর্বত্তরা। বুধবার রাতে দুইজনের নাম উল্লেখ করে আরো ৩-৪ জন অজ্ঞাত নামা আসামী করে ব্যবসায়ী অহিদুল বাদি হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হচ্ছে, মুছাপুর ইউপির মালিবাগ গ্রামের মৃত ফজুল হকের ছেলে আক্তার হোসেন ও মৃত সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন ওরফে কাইল্লা মনির।

ওই ব্যবসায়ীর নাম অহিদুল ইসলাম (৩২)। ব্যাংক থেকে উত্তোলনের এক লাখ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরো ৩০ হাজার টাকা মুক্তিপন হিসাবে আদায়ের পর তাকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে মদনপুর-প্রভাকরদী  সড়কের নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের সামনে থেকে একটি  প্রাইভেটকারে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই  ব্যবাসায়ী বুধবার রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউপির তবলপাড়া গ্রামের নূরুল ইসলাম মুন্সীর ছেলে অহিদুল ইসলাম মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে প্রাইম ব্যাংক মদনপুর শাখা থেকে  ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তিনি এক আতœীয় বাড়িতে যাওয়ার পথে মদনপুর-প্রভাকরদী সড়কের নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের সামনে পৌছালে একটি  প্রাইভেটকার তার পথরোধ করে।

এসময় তাকে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেকারে তুলে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  সেখানে তাকে  চোখ বেঁধে মারধর ও  হত্যার ভয়ভীতি দেখায়। পরে তার সঙ্গে থাকা ১লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে আরো ৩০ হাজার টাকা আদায় করে। এরপর ওইদিন  রাত ১০ টার দিকে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকার দিয়ে তাকে মদনপুর বাসস্ট্যান্ডে নামিয়ে  দেয়।

এ সময় ব্যবসায়ী অহিদুল শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

add-content

আরও খবর

পঠিত