সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৩, অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।এসময় পুলিশের দুই সদস্যসহ ৩ জন আহত হয়।নিহত ডাকাত সদস্যের নাম মোবারক হোসেন (৪০)। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মোবারক হোসেন পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর গ্রামের হাজী ইয়াছিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, নিহতের বিরুদ্ধে সোনারগাঁ-সহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রীজের পশ্চিমপার্শে ১০-১২ জনের একদল ডাকাত মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে উপ-পরিদর্শ আব্দুল হক সিকদার-সহ তিনটি টিম আষাঢ়িয়ারচর ব্রীজ এলাকায় অভিযান চালাই।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর গুলি ছুড়তে থাকলে পুলিশও ৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোবারক হোসেন ও বাবু ওরফে টেরা বাবুসহ ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের সাথে গুলি বিনিময় কালে পুলিশের সহকারী উপ-পরিদশর্ক এএসআই নারায়ণ চন্দ্র দাস ও পুলিশ কনস্টেবল মুমিনুর রহমান আহত হয়।

আহত পুলিশ সদস্য ও ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত মোবারক হোসেন মারা যায়। গ্রেফতারকৃত অপর ডাকাত সদস্যরা হলেন রহমত উল্লাহ বাবু,শরীফ,রানা মিয়া,বাবু ওরফে টেরা বাবু ও হৃদয়। পুলিশ আটককৃত ডাকাতদের কাছ থেকে দুটি গুলিসহ ১টি ওয়ান শুটার, ৩টি ছোরা ও ১টি দা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত রহমত উল্লাহ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আব্দুর রহমানের ছেলে, বাবু চাঁদপুর জেলার কচুয়া থানার করিয়া গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে, বাবু ওরফে টেরা বাবু সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের আমানউল্লাহর ছেলে, শরিফ সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মজিবুর ড্রাইভারের ছেলে,রানা মিয়া পটুয়াখালী জেলার দশমিনা থানার আলী হোসেনের ছেলে ও হৃদয় একই জেলার বাউফল থানার গুলবাগ গ্রামের মনির হোসেনের ছেলে।

গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত