বন্দরে নাসিক এর ৯টি ওয়ার্ডে ৫ সেপ্টেম্বর স্মার্টকার্ড বিতরন শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নাসিক এর বাকি ৯টি ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরন শুরু হচ্ছে আগামী ৫ই সেপ্টেম্বর। সোমবার সকালে নাসিক এর ১৯নং ওয়ার্ড থানার মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৩দিন ব্যাপী এ স্মার্ট কার্ড বিতরনীর প্রথমদিনেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন ঐ ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।

আগামী ৮ই সেপ্টেম্বর  সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে ২০নং ওয়ার্ডে উদ্বোধনের মাধ্যমে এর দ্বিতীয় ধাপ শুরু হবে। চলবে টানা ৩দিন। এভাবে পর্যায়ক্রমে ১২ সেপ্টেম্বর ২১নং ওয়ার্ড, ১৭ সেপ্টেম্বর ২২নং ওয়ার্ড, ২৪ সেপ্টেম্বর ২৩নং ওয়ার্ড, ১লা অক্টোবর ২৪নং ওয়ার্ড,৫ অক্টোবর ২৫নং ওয়ার্ড, ৮ অক্টোবর ২৬নং ওয়ার্ড, ১০ অক্টোবর ২৭নং ওয়ার্ড উদ্বোধনের মাধ্যামে এ কার্ড বিতরন করা হবে।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত খুবই উৎসবমূখর পরিবেশে ও সামান্য ভোগান্তি ছাড়াই জনগন নিজেদের স্মার্ট জাতীয় পরিচয় পত্রটি সংগ্রহ করতে পেরেছেন । কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই আমাদের কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

আশা করি সবার সহয়তা থাকলে বাকি এলাকাগুলোতেও আমরা বিরামহীনভাবে এ কার্যক্রম চালিয়ে যাব এবং নিশ্চই উপজেলার প্রত্যেকের স্মার্ট কার্ড নিশ্চিত করব । কোন কারনে কেউ যদি স্মার্ট কার্ড সংগ্রহ না করতে পারে তাহলে পরবর্তীতে সময়ে উপজেলা হতে তার কার্ড সংগ্রহ করার সুযোগ থাকবে । স্মার্ট কার্ড নিতে হলে অবশ্যই প্রার্থীর পুরাতন আইডি কার্ড অথবা রশিদ জমা দিয়ে সংগ্রহ করতে হবে ।

আইডি কার্ড বা রশিদ হারিয়ে গেলে সে ক্ষেত্রে প্রার্থী তার এনআইডি নাম্বারসহ সোনালি ব্যাংক হতে সরকারি ৩৬৮ টাকা জমা দিয়ে পুনরায় রশিদ সংগ্রহ করে স্মার্ট কার্ড নিতে হবে। যাদের বয়স চলতি বছরে ১৮ পূর্ন হয়েছে তাদের নতুন করে ভোটার হওয়ার সুযোগ থাকবে । সেক্ষেত্রে তিনি জন্মনিবন্ধনসহ বন্দর উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করবে। বন্দরবাসীর সেবায় বন্দর উপজেলা নির্বাচন অফিস সদা সর্বদা প্রস্তুত ।

add-content

আরও খবর

পঠিত