বন্দরে সৌদিয়া বেকারী মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সৌদিয়া বেকারী নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে থানার গকুলদাশেরবাগ বাজার এলাকায় অভিযান বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারী ভ্রাম্যমান আদালত বসিয়ে, অস্বাস্থ্যকর খাবার উৎপাদন ও খাদ্যের মোড়কে মেয়াদ বর্ণিত না থাকায় অভিযুক্ত বেকাারী মালিকের বিরুদ্ধে ওই আদেশ দেন। একই সাথে বেকারীতে শিশু শ্রমিক না রাখার জন্য হুশিয়ার করে দেন।

এ ব্যপারে নির্বাহী অফিসার জানান, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে থানার গকুলদাশের বাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইস্পাহানী বাজার এলাকায় সৌদিয়া বেকারী নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই অনুমোদন ছাড়া ও অস্বাস্থ্যকর  খাদ্য উৎপাদনের দায়ে বিএসটিআই এর ৩০ধারা অনুযায়ী  তাকে ৫০হাজার টাকার জরিমানা করা।

এছাড়াও ঐ বেকারীতে কর্মরত শিশু শ্রমিক নিয়োগের ব্যাপারে বেকারী ম্যানেজার মো. আবু সালেককে কড়া হুশিয়ারী প্রদান করে শিশুদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত