সোনারগাঁয়ে পৃথক কর্মসূচির মাধ্যমে সর্বদলের জাতীয় শোক দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের  উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।  বুধবার (১৫ই আগষ্ট) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্বর্যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা প্রাংগনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বিদেহীআতœার মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানবির আহম্মেদ চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুর আমিন রিপম, ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, নাছিমা আক্তার, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন কুমান বসাকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে, নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ ) আসনের সাবেক এমপি কায়সার হাসনাতের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ ই আগষ্ট নেতাকর্মীদের নিয়ে বিশাল এক র‌্যালী নিয়ে সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্বর্যে ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে গাড়িবহর নিয়ে উপজেলা বিভিন্ন স্থানে তার উদ্যোগে আয়োজন করা গণভোজে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউপি সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রবিন, মেরাজ, রাশেদ, যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার সমর্থকগন।

অপরদিকে, বুধবার (১৫ই আগষ্ট) উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ -৩( সোনারগাঁ) আসনের মনোনয়ন পদপ্রার্থী  মাহফুজুর রহমান কালাম উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল শোডাউন এর মধ্যদিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্বর্যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলার বিভিন্ন স্থানে তার উদ্যোগে আয়োজিত গনভোজে গাড়ীবহর নিয়ে যোগদান করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

তার যাত্রা সঙী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দিউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়া, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ শাখার সভাপতি আজিজুল হক মুকুল, পৌরসভার আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গাজী আমজাদ, ঈসমাইল আল মামুন, জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লিটন, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান সামসু, রফিকুল ইসলাম, কায়সার আহম্মেদ মুসা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক সাজু ও সাংগঠিক সম্পাদক নুবনুর সাবিক, বিজয়, রনি প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত