নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে- এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা মূলক কর্মসূচী পালন করেছেন। ১৩ জুলাই শুক্রবার বিকেলে জামপুর ও নোয়াগাও ইউনিয়নের বিভিন্ন এলাাকায় তিনি এ কর্মসূচী পালন করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তিনি কেন্দ্রের লবিংসহ এলাকায় দীর্ঘদিন যাবত দলীয় কর্মসূচী, গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা মূলক অনুষ্ঠানে মহাফুজুর রহমান কালাম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা বিশ্ব মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদুত মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়শীল রাষ্ট্র হিসাবে স্বীকৃত এবং উন্নত রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে উন্নয়নের মহা সড়কে যখন দেশ। ঠিক তখনই অর্থলোভী কু-চক্রি মহল উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত ও যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। এই যুব সমাজ ধ্বংস হয়ে গেলে জাতীর ভবিষ্যত অন্ধকার। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে আমাদের।
তিনি বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্ন সময়ে একাধিক হামলা ও মামলার স্বিকার হয়েছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করে আওয়ামীলীগের মনোনয়ন দিবে বলে আমি আশা করি। শেখ হাসিনা ঘোষিত মাদক বিরুধী অভিযানকে সহযোগীতা করার জন্য সকলের সহযোগীতা ও উন্নয়নের ধারা কে অব্যহত রাখতে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বি, জেলা পরিষদের সদস্য মস্তাফিজুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হা-মিম শিকদার শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভপতি রাসেল মাহমুদ, যুবলীগ নেতা সামসুজ্জামান সামসু সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।