নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও সন্ত্রাসের সাথে কোন আপোস নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ (খ) অঞ্চলের নব নিযুক্ত এডিশনাল এসপি খোরশেদ আলম।
৯জুলাই সোমবার সকাল ১১ টায় সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদে মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ এর অতিরিক্ত জেলা পুলিশ সুপার(অপরাধ) জনাব মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম খ-অঞ্চল নারায়নগঞ্জ, সভাপতিত্ব করেন জনাব মোরশেদ আলম পি পি এম অফিসার ইনচার্জ সোনারগা থানা।
অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল জনাব খোরশেদ আলম বলেন, যদি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের সম্পর্কে আমাকে তথ্য দিয়ে জানাবেন আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। মাদক ও জঙ্গিবাদের সাথে পুলিশের কোন আপোস নাই। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মোরশেদ আলম বলেন, আমরা মাদক বিক্রেতা ও সেবনকারীদের নামের তালিকা তৈরি করেছি এবং এর মধ্যে অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদেরও যাচাই বাছাই চলছে।
জামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হামীম শিকদার শিপলু বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী আমার ভাই হলেও তার ক্ষমা নেই।
এসময় অন্যান্যদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো. আহসান উল্লাহ,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হামীম শিকদার শিপলু, যুবলীগ নেতা মো. তাজ উদ্দীন ভূঁইয়া, আজিজুল হক ভূঁইয়া, রফিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।