শনিবার বন্দরে আসছে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী শনিবার ৭ জুলাই বন্দরে মহিলা শ্রমজীবী হোস্টেল এবং ৫ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

৭ জুলাই শনিবার বেলা ১১টায় সিটি কর্পোরেশনর ২২নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকার ঐতিহ্যবাহী শাহী মসজিদের অদূরে এইচ.এম সেন রোডে অবস্থিত শ্রম কল্যান কেন্দ্রে নতুন এই হোস্টেল ও ৫ শয্যার হাসপাতালটির নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অক্লান্ত প্রচেষ্টায় শ্রমিকদের জন্য স্বল্প ব্যয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন গড়ার লক্ষ্যে ১১৫ কোটি ৭লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মান হতে যাচ্ছে। যেখানে ৫ শয্যার একটি হাসপাতালের সুবিধার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। নির্মাণ কাজের উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপন করবেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

পরে বেলা সাড়ে ১১টায় সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ময়মনসিংহপট্টিতে প্রতিমন্ত্রীকে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে।

বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে চাষাঢ়া বাগে জান্নাত এলাকায় শ্রম অধিদপ্তরের জমির উপর পিপিপি এর মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মান করা হবে।

add-content

আরও খবর

পঠিত