নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের কর্মজীবী মহিলা শ্রমিকদের জন্য স্বল্প ব্যয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন গড়তে বন্দরে ১১৫ কোটি ৭লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে মহিলা শ্রমজীবী হোস্টেল নির্মান হতে যাচ্ছে। যেখানে ৫ শয্যার একটি হাসপাতালের সুবিধার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাধ্যমে শ্রম অধিদপ্তর কর্তৃক বন্দর রাজবাড়ী এইচ.এম.সেন রোডে উক্ত মহিলা শ্রমজীবী হোস্টেলটি নির্মান করা হবে। চলতি মাসেই প্রকল্পটির নির্মান কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে চাষাঢ়া বাগে জান্নাত এলাকায় শ্রম অধিদপ্তরের জমির উপর পিপিপি এর মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মান করা হবে।