নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় দীর্ঘদিন ধরেই পানি সংকটে ভূগছে প্রায় ১০টি গ্রামের হাজারও মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাসিক এর ২৪ ও ২৫ নং ওয়ার্ডবাসীর। ফলে কয়েকটি গ্রামের বাসিন্দারা ফুসে উঠে শুক্রবার সকাল ১১ টার সময় বন্দরের মদনপুর টু মদনগঞ্জ সড়কে লক্ষণখোলা এলাকায় রাস্তা অবরোধ করে, পানির দাবীতে আন্দোলন করেন। সেই সাথে বিক্ষোভ মিছিল করে পাম্প হাউজ ঘেরাও করে।
জানা গেছে, লক্ষণখোলা, উত্তর লক্ষণখোলা, চৌরাপাড়া, দাসেরগাঁও, দেউলি গ্রামসহ প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা পানির সংকটের কারণে বিভিন্ন স্থানে গিয়ে খাবার পানি সংগ্রহ করছে। বেশ কয়েক বার ওয়াসার কতৃপক্ষকে জানালেও কোন প্রকার প্রতিকার পায়নি বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, দাসেরগাঁও পাম্প হাউজের বোরিং নষ্ট, ফলে বহু দিন ধরে আমরা পানি পাচ্ছিনা। আমরা একাধিকবার কতৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদের সমস্যা সমাধান করেন নি। তাই আমরা আজকে এই আন্দোলনে রাস্তায় নেমেছি।
এদিকে আন্দোলনের সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা অতিদ্রুত দাসেরগাঁও এলাকায় স্থাপিত পুরনো ওয়াসার পাম্প বাতিল করে, নতুন পাম্প হাউজ স্থাপন করার দাবী জানান, স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমানের কাছে।