নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের পরিচালক (সিনিয়র জেলা জজ) মোঃ জাফরোল হাসান বলেছেন, লিগ্যাল এইড কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন পুরনের লক্ষে শেখ হাসিনা সরকার অসহায়দের আইনী সেবা প্রদানের জন্য লিগ্যাল এইড বাস্তবায়ন করেন।
২৮ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে উন্নয়ন আর আইনের শাসন এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ র্শীষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে আর্থিক অনুদান দেয় সে দিয়ে আমাদের কার্যক্রম চলে। লিগ্যাল এইড অফিসে যাবেন আপনার অধিকার নিয়ে । এখানে কেউ আপনাকে ছোট করে দেখবে না।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী জজ সোরোয়ার আলম, নারী ও শিশু আদালতের জজ জুয়েল রানা, নারায়নগঞ্জ জেলা কারাগারে জেলার আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলার অতিরুক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আহাম্মেদ, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহামুদা, বন্দর থানা অফিসার ইনর্চাজ একেএম শাহীন মন্ডল, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ প্রমুখ। সেমিনারে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।