দান করলে কখনো কমেনা দান বৃথাও যায়না : ইন্সপেক্টর এমদাদুল হক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক বলেছেন, দান করলে কখনো কমেনা। আর দান কখনো বৃথা যায়না। রমজান  মাসে দান করলে আখিরাতে ৭০ হাজার সওয়াব বেশি পাওয়া যায়।

বুধবার বিকেল ৪টায় বন্দরের বাড়ইপাড়া আদর্শ মানবকল্যাণ যুব সংগঠন কর্তৃক স্থানীয় সড়কে আয়োজিত দু:স্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইন্সপেক্টর এমদাদ আরো বলেন, সমাজে এমনও লোক  থাকে যারা মুখ ফুটে বলতে পারেননা। সেই ধরণের দু:স্থদের খুঁজে এসব সামগ্রী তুলে দেয়া উচিত। বাড়ইপাড়া মানবকল্যাণ সংগঠনের মতো প্রতিটি সংগঠনের অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।

সংগঠনের সভাপতি খবির আহাম্মদের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া, সমাজ সেবক মো. নূরে আলম, শেখ মো. ইউসূফ, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান টিপু, সহ-সভাপতি এ্যামি আহমেদ সিদ্দিকী, মো. আল আমিন, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আমান, কোষাধক্ষ শফিকুল ইসলাম জেসি, সংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ সানোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাফফাত হোসেন শাওন, সহ-প্রচার সম্পাদক মোস্তফা খান তসিন, দপ্তর সম্পাদক মো. টুটুল মিয়া সহ-সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. সিয়াম, সদস্য, মো. নুরু পাঠান, শেখ মো. ওবায়দুল রহমানসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রায়  ২শতাধিক দু:স্থ পরিবারের মাঝে এসকল  ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত