সোনারগাঁয়ে ইজি বাইক খাদে পড়ে শিশু সহ আহত ৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঋষিপাড়া ব্রীজের ঢালে রোববার দুপুর ১২টার দিকে ইজি বাইক (অটো) খাদে পড়ে মহিলা ও শিশু সহ ৬ জন আহত হয়েছে। এ সময় সাংবাদিক মাসুদ রানা আশেপাশের লোকজনের সহায়তায় গুরুত্বর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রয়েল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রয়েল হাসপাতালের কর্তৃব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতরা হলেন- রহমতপুর গ্রামের আলী আকবরের স্ত্রী খোদেজা বেগম (৫৫), কন্যা শাহনাজ বেগম(২০), শাহনাজের শিশু পুত্র জুম্মন(০৩), একই গ্রামের ছালাউদ্দিনের স্ত্রী আফরোজা বেগম(৩৫), কন্যা তুলি(১৬), জুলি(১২)ও চালক নাসির উদ্দিন।

সরেজমিনে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রাম হইতে মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে ৬ জন মহিলা ও শিশু ইজি বাইকে উঠে। ঋষিপাড়া ব্রীজের ঢালে ওঠার সময় চৌরাস্তা থেকে নবীগঞ্জগামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে ইজি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে যায়।

গাড়ীর চালক নাসির উদ্দিন বলেন, মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার সময় ঋষিপাড়া ব্রীজের ঢালে ট্রাককে সাইট দিতে গিয়ে আমার ইজি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এলাকাবাসী ও পথচারীরা জানান, ঋষিপাড়া ব্রীজ হইতে রহমতপুর হয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ও পাঁচপীর মাজার রোডের এই রাস্তাটিতে ব্রীজের ঢাল বেশি হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

add-content

আরও খবর

পঠিত