বন্দর থানায় মে মাসে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৮১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মে মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৮১টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ৬০টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৩টি, ধর্ষন মামলা ৩টি, অপহরণ মামলা ১টি, সড়ক র্দূঘটনা আইনে ১টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ১৩টি। তবে মে মাসে বন্দর থানায় হত্যা বা ডাকাতি কোন মামলা দায়ের হয়নি।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ৬০টি মাদক মামলায় ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬০টি মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ৩৫শ ১ পিছ ইয়াবা ট্যাবলেট, ৩ কেজী ৩শ ৫০ গ্রাম গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল ও ৪ গ্রাম হেরোইন।

বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ৯ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ৬৮ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এ ছাড়াও বন্দর থানা পুলিশ  ৩৪ ধারায় ১৭ জন, ৫৪ ধারায় ১ জন ও ১৫১ ধারায় ১ জন ও ২৯০ ধারায় ৬ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার তদন্ত ইনর্চাজ হারুন অর রশীদ জানান, মে মাসে বন্দর থানায় সবচেয়ে বেশী মাদক মামলা রুজু হয়েছে। আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

add-content

আরও খবর

পঠিত