বন্দরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে দু:সাহসিক চুরি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা) : বন্দরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে অজ্ঞাতনামা চোরের দল। বুধবার দুপুরে বন্দরের শাহী মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে শনিবার বাড়ির মালিক রাইসুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দর শাহী মসজিদস্থ পুকুরপাড় সংলঘœ ২/২ সালেহ রোড এলাকার শেখ মো. হানিফ মিয়ার ছেলে ব্যবসায়ী রাইসুল ইসলাম ও তার বোন রেজিষ্ট্রি অফিসে চাকুরীজীবী মৌসুমী হামীদ দীর্ঘদিন যাবৎ উল্লেখিত এলাকায় নিজ বাড়িতে বসবাস করে আসছে। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় রাইসুল তার ব্যবসায়ীক কাজে এবং তার বোন মৌসুমী বন্দর সাব-রেজিস্ট্রি অফিসে নিজ কর্মস্থলে পৌছালে অজ্ঞাতনামা চোরের দল কৌশলে বাড়িতে প্রবেশ করে দরজার তালা ভেঙ্গে ষ্টিলের আলমারী হতে ৩ ভরি ৮ আনা স্বর্নালংকার, একটি ল্যাপটপ  ও দেয়ালে সাটানো ৪০ ইঞ্চি এলইডি কালার টিভি চুরি করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে রাইসুল তার কর্মস্থল হতে বাসায় ফিরলে বাড়ির দরজার তালা ভাঙ্গাবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে সবকিছু এলোমেলো দেখে এলাকাবাসীদের খবর দেয়।

বাড়ীর মালিক রাইসুলের দাবী, শাহীমসজিদ পুকুর পাড় এলাকায় সবসময় মাদক ব্যবসায়ীরা দাবড়িয়ে বেড়ায়। সন্ধ্যার পর পরই পুকুরপাড় গলিতে মাদক ব্যবসায়ীরা মাদক সেবন ও বিক্রি করে থাকে। সম্ভবত মাদক ব্যবসায়ীরাই কৌশলে এ চুরি সংঘটিত করতে পারে।

এ ব্যাপারে বাড়ির মালিক রাইসুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি অভিযোগ দায়ের অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

রিপোর্ট লিখা পর্যন্ত উক্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।

add-content

আরও খবর

পঠিত