ট্রাফিক পুলিশের ভূমিকায় আবারো সড়কে এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : রমজান মাস দিন শেষে কিছুক্ষণ পর ইফতার, এতে করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। রোববার (২০ মে) দীর্ঘ যানজটের সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায়।

তীব্র যানজটের কবল থেকে সোনারগাঁওবাসীকে একটু স্বস্তির জন্য এবং যানজট নিরসনের জন্য মহাসড়কে নেমে পড়েছেন লিয়াকত হোসেন খোকা। এর আগে গেল বছরে ৩০ জুন নারায়ণগঞ্জে সড়কের যানজট দূর করতে ট্রাফিকের ভূমিকায় দেখা যায় এই এমপিকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-টোলপ্লাজা, কুমিল্লার দাউদকান্দি গোমুতী সেতুর উপর দিয়ে চলাচল সকল যানবাহন থেমে থেমে যানজট দূর্ভোগে পড়েছিল । এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

রোববারও মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সকালেও একই অবস্থা দেখা গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ যেন শেষ হচ্ছেনা।

হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক চেষ্টা করেও দুর্ভোগ নিরসনে কার্যকর করতে পারছেনা।

এ ছাড়া দাউদকান্দি টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনে ওজন নিয়ন্ত্রণ পরীক্ষার নামে চাঁদাবাজির কারণে ঢাকামুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত কয়েক দিন ধরে দাউদকান্দিতে যে যানজট ছিল,এখন তা আগের মত নেই।

add-content

আরও খবর

পঠিত