ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্র যানজটে সীমাহীন ভোগান্তিতে হাজারো মানুষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. অনিক ) : ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চিটাগাংরোড ও কাচঁপুর জয়দেবপুর মহাসড়কের এশিয়ান হাইওয়ের ভৈরব ও গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রীজ পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধিন মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, প্রায় ৩৬ ঘন্টা যাবৎ তীব্র যানজটের কারণে শত শত যাত্রীবাহি বাস ও মালবাহি পরিবহণ রাস্তার দুপাশে শারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে। যানজটের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারছেন না যাত্রীরা। অনেকে রাস্তায় গাড়ি না পেয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশেই বসে সময় পার করছেন। মাঝে মাঝে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও যানজট নিরসন হচ্ছে না।

তবে যানজট নিরসনে ভোর থেকে মেঘনা টোলপ্লাজা এলাকায় দাযিত্ব পালন করছেন হাইওয়ে পুলিশের এএসপি আক্তারুজ্জামান, কাচঁপুর হাইওয়ের ওসি কায়ুম আলী সরদার।

মদনপুর বাসস্ট্যান্ডে দায়িত্বরত জেলা পুলিশের টিআই রাফিকুল ইসলাম মৃধা, টিআই শাখাওয়াত হোসেন, এটিএসআই নুরুল ইসলাম, হাইওয়ে পুলিশের এএসআই আব্দুল কুদ্দুস ফকিরসহ অন্যান্য পুলিশ সদস্যরা জানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

এসময় মহাসড়কে দায়িত্বরত কাচঁপুর ্হাইওয়ে থানার টিআই জাহাঙ্গির আলম জানান, গতকাল থেকেই ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও মেঘনা সেতুর স্কেলের ধীরগতি এবং আসন্ন রমজানের রোজাকে সামনে রেখে রাস্তায় যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও আমাদের ঊর্ধতন কর্মকর্তারাও দিনরাত পরিশ্রম করছেন। আশা করি অচিরেই এই মহাসড়ক যানজট মুক্ত হবে।

add-content

আরও খবর

পঠিত