নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ১৬ মে বুধবার সকাল ১০টার সময় উপজেলার দুটি ইউনিয়ন ও একটি পৌরসভার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত ভাটিবন্দর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
ইতিপূর্বে সোমবার বেলা ১১টায় সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপনের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে বুধবার সকাল ১০টায় করা হয়েছে। সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপনের খবরে ওই এলাকার প্রতিটি ঘরে ঘরে এখন আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ঝাউচর, ছয়হিস্যা, আষাড়িয়ারচর, জিয়ানগর, ভুরভুরিয়া, পূর্ব ও পশ্চিম কান্দারগাঁ, ভবনাথপুর ও নাগেরগাঁ গ্রামসহ বৈদ্যেরবাজার ইউনিয়ন ও পৌরসভার বেশ কয়েকটি গ্রামের, প্রায় লক্ষাধিক মানুষ চলাচলের সুবিধার্থে স্বাধীনতার পর থেকে মারিখালি নদীর উপর দিয়ে সাহাপুর থেকে ভাটিবন্দর পর্যন্ত একটি সেতুর স্বপ্ন দেখে আসছিলো।
উপজেলার আলোচিত হরিহরদী সেতুর ন্যায় এই সেতুটির জন্যেও এলাকাবাসী স্বাধীনতার পর উপজেলার সকল সংসদ সদস্যের কাছে ধর্ণা দিয়েছেন। কিন্তু তারা বারবার এই সেতুটি নির্মাণ করে দেয়ার ওয়াদা-অঙ্গিকার করে নির্বাচনের সময় মানুষের কাছ থেকে ভোট আদায় করে নিলেও পরে সেতু নির্মাণের আর কোন উদ্যোগ নেয়নি।
এদিকে ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গোটা উপজেলায় মানুষের চাহিদাগুলোর একটি তালিকা তৈরী করেন। এসময় তিনি ভাটিবন্দর সেতুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে তা নির্মাণের উদ্যোগ নেন।
পরে এমপি লিয়াকত হোসেন খোকার প্রচেষ্টায় ৩ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ১৯৬ ফুট ভাটিবন্দর সেতু পাশ হয়। সোমবার বেলা ১১টার সময় এমপি খোকা সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।