নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) সকালে তাগারপাড় এলাকার একটি ডোবায় মরদেহটি ভেসে থাকতে থেকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।