নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে পিরোজপুর আইডিয়াল স্কুলের উদ্যোগে জেলা তথ্য অফিসের চলচিত্র প্রদর্শন, উঠান বৈঠক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকাল ৯টা থেকে পিরোজপুর আইডিয়াল স্কুলে এই কার্যক্রম শুরু হয়। অত্র স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিরাজ-ঊদ-দৌলা।
অনুষ্ঠানটি শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে দেশের সার্বিক উন্নতি ও উন্নয়নের চলচিত্র স্কুলের সকল শিক্ষার্থীদের দেখানো হয় এবং তাদের সবাইকে লিখিতভাবে কুইজ নেয়া হয়। পরে অত্র স্কুলের সম্মানিত অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিপ্লব কুমার মদোদ ( সহপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন) এর সাথে আলোচনা করেন স্কুলের অভিভাবকবৃন্দ।
এসময় তিনি বলেন, যদি কেউ মাদকসেবীদের সুস্থ করতে চান আমাকে জানান, একজন মাদকসেবীকে সুস্থ করে তুলতে পারে তার পরিবার। আমাদের নির্ভয়ে তথ্য দিতে পারবেন।
সমাপ্তি বক্তব্যে জেলা তথ্য অফিসার বলেন, আমরা চাই আগামীদিনের ভবিষ্যৎ আমাদের সোনামণিরা যেন সুশিক্ষা নিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে। আমাদের সবাইকে সেই দিকে নজর রাখতে হবে।
আলোচনা পর্ব শেষে কুইজে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা তথ্য অফিসার সিরাজ-ঊদ-দৌলা, সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ সহ স্কুলে শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন, সহকারী শিক্ষক ও সাংবাদিক রুবেল খান, শিক্ষিকা লাকী আক্তার, শবনম, নাহিদা, তারানা শারমিন, চম্পা, লিজা, পান্না, পপিসহ তথ্য অফিসের সহযোগীবৃন্দ।