কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সামনে রেখে নানা অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে, পরিচালনা কমিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। হাই কোর্টের বিচারক এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারক ইকবাল কবিরের দ্বৈত বেঞ্জ সোমবার এ আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে ৯ মে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন গত ১৭ এপ্রিল ভোটার তালিকায় ভূয়া ভোটার ও নিজের পছন্দের   প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য, এই নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় বিভিন্ন প্রকার অনিয়ম করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক । আবুল হোসেন তিনি হাইকোর্ট একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপেক্ষিতে হাইকোর্টের বিচারক এফ.আর.এম নাজমুল আহসান ও বিচারক ইকবাল কবিরের দ্বৈত বেঞ্জ সোমবার আগামী তিন মাসের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত রাখার জন্য নির্দেশ দেন।

সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, নির্বাচন স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশ পেয়েছি।

এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান আবু বক্কর সিদ্দিক নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, অভিভাবক ভোটার তালিকায় কিছু ছাত্র র্ভতি হয়ে চলে গেছে  তাদের নাম রহিয়াগেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুণরায় তালিকা সংশোধন করবেন বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত