নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. নুরনবীকে (১৭) নামে ওই চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (৯ এপ্রিল) রাতে সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এলাকায় অভিযান চালায়। আটক নুরনবী সোনারগাঁও থানার রাম গোবিন্দগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে।2017
মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে র্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাত ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত বন্দর থানাধীন রামগোবিন্দেরগাঁও এলাকাতে মোক্তার হোসেনের দক্ষিণ মুখি দোচালা টিনের ঘরের ভেতর থেকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নুরনবীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এছাড়া তার মোবাইলে একটি আইডি পাওয়া যায়। ওই আইডি থেকে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো হতো। তার ব্যবহৃত ইমো আইডি থেতেও বিভিন্নজনকে ভুয়া প্রশ্নপত্র দেওয়া হতো বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।