দারোগা সোরায়ার্দীর সোর্সসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সদ্য গ্রেপ্তারকৃত সদর মডেল থানার সহকারী দারোগা আলম সোরোয়ার্দী রুবেলের সোর্সসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় সংশ্লিষ্ট পুলিশ ৪ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে  ২’শ ৬৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।  বৃহস্পতিবার বিকেলে ও রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকা পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬৭(৩)১৮, ৬৮(৩)১৮, ৬৯(৩)১৮ ও ৭০(৩)১৮। থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক মোল্লা টুটুলসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার বিকেলে বাবুপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে ডিবি পুলিশ ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার শহিদুল্লাহ পাটুয়ারী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী কামরুজ্জামমান ওরফে শাওন (২৮)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর ফাঁড়ী এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় র্ফোস রাতে একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একরামপুর ইস্পাহানী বাজারস্থ আমেনা খানের বাড়ী ভাড়াটিয়া আব্দুল্লাহ ওরফে দুলাল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আরিফ হোসেন (২০)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার এএসআই নাসির উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস হরিপুর ইটেরপুলস্থ শামীম মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চাপাতলী এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আকাশ (২৫)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস বন্দর কলাবাগস্থ ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সদ্য গ্রেপ্তারকৃত সদর মডেল থানার এএসআই আলম সোরোয়ার্দী রুবেলে র্সোস বন্দর কলাবাগ এলাকার নুরু মিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা রমজান (২৮)কে গ্রেপ্তার করে। ধৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক ৪টি মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।

add-content

আরও খবর

পঠিত