নারায়ণগঞ্জ বার্তা ২৪( বন্দর প্রতিনিধি ): বন্দরে রুপালীস্থ শীতলক্ষা নদীর পাড়ের নতুন রাস্তার একাংশ দখল করে বিনা বাধায় ইটবালু ব্যবসা চালিয়ে আসচ্ছে বিএনপি ও জামায়াত নেতারা।এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ আওয়ামীলীগ নেতাকর্মীরা।
তারা জানান, বন্দর থানার ২১ নং ওয়ার্ডস্থ সালেহনগর এলাকার বাসিন্দা ও বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, একই ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার বিএনপি নেতা শরিফ, রুপালী এলাকার বিএনপি নেতা আব্দুর রব মিয়া, বন্দর রেললাইন এলাকার জামায়াত নেতা আনোয়ার, সালেহনগর এলাকার বিএনপি নেতা মাসুদ ও আমিন আবাসিক এলাকার সুমন মিলে শীতলক্ষা নদীর পাড়ের নতুন রাস্তার একাংশ দখল করে ইটের স্তুপ রেখে র্দীঘ দিন ধরে ইটবালু ব্যবসা চালিয়ে আসচ্ছে।
রাস্তার পাশে ইটবালু রেখে ব্যবসা করার কারনে ওই পথে চলাচলরত পথচারিদের ভোগান্তি চরম আঁকাড় ধারন করেছে। ইটবালুর ধূলিকনার কারনে ওই এলাকায় বসবাসরত এলাকাবাসীসহ পথচারিরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সে সাথে নদীপাড়ের পরিবেশ মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিওটিসি কর্মকর্তাদের ঘুমের ঘরে রেখে উল্লেখিত বিএনপি ও জামায়াত নেতারা পেশি শক্তির বলে প্রতিদিন সরকারি রাস্তা একাংশ দখল করে বিনা বাধায় ইটবালু ব্যবসা পরিচালনা করে আসচ্ছে। বিএনপি ও জামায়াত নেতা কর্তৃক সরকারি রাস্তা দখল করে ইটবালু ব্যবসা বন্ধের জন্য স্থানীয় এলাকাবাসী সিটি র্কপোরেশন ও বিআইডব্লিওটিসি কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।