নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামী হিসেবে ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণা হবার তারিখকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নাশকতা চালাতে পারে এমন আশংকা করে মদনপুরে বন্দর থানা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ ও আমজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের সমন্বয়ে বিশাল শোডাউন ও মিছিল করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় ফুলহর থেকে বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিভিন্ন প্রান্ত প্রদক্ষিন করে মদনপুর বাস স্ট্যান্ডের সাবেক হিমালয় বাস কাউন্টারে এসে শেষ হয় এবং সেখানে দুপুর নাগাদ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়গঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এড. আনিসুর রহমান দিপু, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য হাজী আলাউদ্দিন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অহিদের উক্ত মিছিলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী ভান্ডারী, আওয়ামী লীগ নেতা মুসলিম প্রধান, কবির হোসেন মেম্বার, হাফেজ আইয়ুব মেম্বার, শ্রমিক লীগ নেতা এবাদুল্লাহ মিয়া, মনির হোসেন, জাকির হোসেন, নাজির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপসা, আলীম, শাহজালাল, সানোয়ার, ছাত্রলীগ নেতা মাসুদ, মুন্না, মিন্টু, সজীব, আবির, শুভ, জনি, নূর নবী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি শেষে সিনিয়র নেতৃবৃন্ত সহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অহিদের আয়োজিত মধ্যাহ্নভাজে অংশ নেন।