নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেড়যুগ পরে অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানায় যাচ্ছে বন্দরের আলীনগরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন-স্বাধীনতা যুবসংঘ। সংগঠনটির দাবির মুখে জমির অর্ধেকমূল্য অনুদানের ঘোষণা দিয়েছেন সাবেক এমপি এস এম আকরাম। শুক্রবার ২ ফেব্রুয়ারি সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে নতুন কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম আকরাম এ ঘোষণা দেন।
এসময় এস এম আকরাম বলেন, জীবনে অনেক পেয়েছি, আর কিছুই চাই না। শেষ সময়ে এসে এলাকার ও দেশের মানুষের জন্য কিছু করে যেতে চাই। যাতে মানুষ মৃত্যুর পরেও আমার নাম স্মরণ করে। তিনি বলেন, ব্যক্তিজীবনে আমি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলাম, ইচ্ছে করলেই ২-৩শ কোটি টাকার মালিক হতে পারতাম। এমপি হয়েও লোভ-লালসা কাছে মাথানত করিনি। বাকি সময়টুকুতেও করবো না। তিনি আরও বলেন, যদি শেষ সময়ে এসে আরেকবার সুযোগ পাই তবে দেশ মানুষের জন্য এমন কিছু করতে চাই যাতে বন্দরবাসী তথা নারায়ণগঞ্জবাসীর কাছে চিরস্মরণীয় হতে থাকতে পারি।
সংগঠনের নবনির্বাচত সভাপতি ফরিদ আহমাদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মিজান প্রধান, হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আফজাল হোসেন, রবিউল আউয়াল, কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো: জামান প্রধান।
নবনির্বাচিত কমিটির সদস্য আব্দুল গাফ্ফারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-সংবাদচর্চা সম্পাদক ও টাইমস নারায়ণগঞ্জটুয়েন্টিফোর এর প্রধান সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক সাগর আলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শরফুদ্দিন সফু। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দিনের কোরান-তেলোওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথি ও কমিটির সদস্যদের পরিবার-পরিজন একত্রে মধাহৃভোজে অংশ নেন। পরে বিকালে তাদের বারবিকিউ ও লুচি দিয়ে আপ্যায়ণ করা হয়। নতুন কমিটিকে বরণ শেষে সদস্যদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ পুরস্কার তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
প্রসঙ্গত ২০০১ সালে স্থানীয় যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজের নিজেদের সম্পৃক্ত রেখেছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করা হয়েছে।