নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামকে বিদায় সংবর্ধণা জানিয়েছে বন্দর থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১২ টায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক তথা সাপ্তাহিক স্বদেশ আমার পত্রিকার সম্পাদক খান সোহেলের নেতৃত্বে ওই সংবর্ধণা প্রদান করা হয়।
সভাপতি-সম্পাদক ছাড়াও সংবর্ধণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী(দৈনিক ভোরের কথা), প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস শেখ(দৈনিক অপরাধ রিপোর্ট), সমাজ কল্যাণ সম্পাদক দীন ইসলাম আহমেদ(দৈনিক অগ্রবাণী),নির্বাহী সদস্য শেখ আরিফুল ইসলাম(দৈনিক সোজা সাপটা),শাহরিয়ার প্রধাণ ইমন(অগ্রবাণী প্রতিদিন) ও ইমদাদুল হক মিলন(দৈনিক বিজয়)।
এছাড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানার ওসি(তদন্ত)বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ এমদাদুল হক,মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েল,সাব-ইন্সপেক্টর ফরিদুল আলম,সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন,সাব-ইন্সপেক্টর হামিদুল হক,সাব-ইন্সপেক্টর আবদুল আলীম প্রমুখ। বিদায়ী ওসি আবুল কালাম বলেন,পুলিশের সাফল্যের পেছনে সাংবাদিকদেরও অবদান অনেক। তাদের লিখুনীতেই অপরাধ আর অপরাধীর বৃত্তান্ত প্রকাশ পায়। কাজেই আমি মনে করি পুলিশ-সাংবাদিকের মধ্যে বন্ধুত্¦ভাবাপন্ন সম্পর্ক থাকা উচিত। পুলিশ-সাংবাদিকের বন্ধুত্বভাবাপন্ন সম্পর্ক থাকলে অপরাধীরা লেজ গুটিয়ে পালায়। তবে এক্ষেত্রে নিজেদের মধ্যে শতভাগ সততা থাকতে হবে। পুলিশ-সাংবাদিকের সততাই অপরাধ দমনের অপ্রতিরোধ্য শক্তি।