বন্দরে ভাড়াবাড়ীতে আগুন,৩ লক্ষ টাকার আসবাবপত্র ভস্মীভূত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার সকাল ১০টায় বন্দর থানাধীন পশ্চিম হাজিপুর এলাকায় নজরুল মিয়ার ভাড়া বাড়িতে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। আকস্মিক এ অগ্নিকান্ডে দুটি বসতঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারনা করছেন। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান ,বন্দর থানাধীন পশ্চিম হাজিপুর এলাকায় নজরুল মিয়ার ভাড়াটিয়া হুশিয়ারী ব্যবসায়ী আরিফ ও শফিকুলের বসতঘরে সকাল ১০টায় আনুমানিক সর্টসার্কিটে স্পার্ক হয়ে আকস্মিক আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে সমস্ত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বসত ঘরে থাকা গৃহিনীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী বিভিন্ন উপায়ে আগুন নিবৃতের চেষ্টা করে। পরে স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের ২ ইউনিট এসে পৌছানোর আগেই বসতঘরের সিংহবাঘ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের দাবি প্রায় ৩ লক্ষ টাকার আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় বাড়ীর মালিক নজরুল মিয়া সাংবাদিকদের জানান,আগুনের সংবাদে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমার দুটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে আমার ভাড়াটিয়ার শিশু সন্তান। এই অগ্নিকান্ড সর্টসার্কিটের স্পার্কে সংঘটিত হয়নি। এই অগ্নিকান্ড ঘটিয়েছে পাশর্^বর্তী প্রতিবেশী মোশারফ,ওজির হোসেন,নাজির হোসেনগং। কেননা, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছিল। নারায়ণগঞ্জ কোর্টে জায়গা সংক্রান্ত মামলাও বিচারাধীণ আছে। আমি নিশ্চিৎ ওরাই হিংসার বসবতী হয়ে এ অগ্নিকান্ড ঘটিয়েছে। এ ব্যাপারে আমি বন্দর থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

add-content

আরও খবর

পঠিত