নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধিন মদনপুর ইউপির ৫ গ্রামবাসীর যাতায়াতে একমাত্র সম্বল হিসেবে ব্যবহৃত হচ্ছে চানঁপুর এলাকাস্থ ঝুকিঁপূর্ণ সেতুটি। প্রতিদিনই জিবনের ঝুকিঁ নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ পারাপার হচ্ছে ৫ গ্রামের প্রায় ১০ হাজারের ও অধিক গ্রামবাসী।
স্থানীয় গ্রামবাসীদের তথ্য মতে, বাংলাদেশের স্বাধিনতা যুদ্ধের পর ৫ গ্রামের জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে মদনপুরের চানঁপুরে এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের মাত্র ৮/১০ বছর পর ব্রীজটির দুপাশের রেলিং ভেঙ্গে যায়। এছাড়াও ব্রীজের বিভিন্ন স্থানে ছোটবড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়ে। পরবর্তিতে সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধিদের কাছে অসংখ্যবার দাবী জানিয়েও কোন সমাধান পায়নি।
তাই জীবনের ঝুকিঁ নিয়েই এখনও যাতায়াত করছে মদনপুর, চানঁপুর, কলাবাড়ী, ছোটবাগ, দেওয়ানবাগ সহ আশেপাশের এলাকার প্রায় ১০ হাজারেও অধিক গ্রামবাসী।
সেতুটি সংস্কারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান গাজি এমএ সালাম জানান, চানঁপুর এলাকার ঝুকিঁপূর্ণ সেতুটি সংস্কারের জন্য উপজেলায় কাগজ পত্র জমা দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই টেন্ডার হলে সেতুটি পূণ:নির্মাণ করা হবে।
এ বিষয়ে মদনপুর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে ব্রীজটি সংস্কারের জন্য বহুবার প্রশাসনের কাছে দাবী জানিয়েছি, আমি চাই এই এলাকার জনগণের দূর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সেতুটি পূণ:নির্মাণ করা হোক।