নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দরের মদনপুর ইউপির কেওঢালায় স্থাপিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন সিনেমার পোস্টার লাগিয়ে যাত্রী ছাউনি লিখাকে যেমনিভাবে ঢেকে দেয়া হয়েছে তদ্রুপ ভবঘুরে অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা আবাসস্থল বানিয়ে উক্ত যাত্রী ছাউনিটিকে ভাগাড়ে পরিণত করেছে।
স্থানীয় পশ্চিম কেওঢালার বাসিন্দা ও যুবলীগ নেতা মোস্তফা ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, চলচিত্রের বিভিন্ন অশ্লীল পোস্টার এখানে লাগানোর প্রতিবাদে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও তার আশানুরূপ ফল পাওয়া যায়নি। তারপরে বিভিন্ন মানসিক ভারসাম্যহীনরা এখানে বসতি গড়ে তোলায় যাত্রী ছাউনির ভিতরের অবস্থা মারাত্মক অস্বাস্থ্যকর হওয়ায় জনসাধারণরা এখানে দাড়াতে হিমশিম খাচ্ছে ফলে রাস্তার পাশে দাড়ানোর কারণে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যাত্রীসাধারণকে। খাবারের অভাব ও অসুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন একটি পাগল ব্যক্তি এখানে পড়ে আছে।
তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে পাগলদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে এটি সংস্কারের কোন কার্যকর পদক্ষেপ দেখছিনা ফলে দিনের পর দিন যাত্রী ছাউনিটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। উপরে টিনের চালাটি মরিচা পড়ে ভেঙ্গে যাওয়ায় বৃষ্টির মৌসুমে জনসাধারণ সেখানে দাড়াতে পারছেনা। এদিকে একটি ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখানে অবস্থান করতে দেখা গেছে এবং তাকে খুব অসুস্থও মনে হয়েছে। অবহেলায় ও অযতেœ পড়ে থাকা ভবঘুরে ব্যক্তিটিকে সরিয়ে নিয়ে চিকিৎসা দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া এবং যাত্রী ছাউনিটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।